কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে দুই শিশু নিহতের পর পানিতে ডুবে মোহাম্মদ হারিছ (১০) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
হারিছ টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। সে স্থানীয় মাদ্রাসায় হেফজ বিভাগের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় যুবলীগ নেতা আব্দুল ফারুক বলেন, মঙ্গলবার দুপুরের দিকে কয়েক শিশু বাড়ির বাহিরে খেলতে বের হয়। এসময় অতিরিক্ত বৃষ্টির কারণে বিলের পানির স্রোতে পড়ে ভেসে যায় মো. হারিছ। পরে প্রত্যক্ষদশীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে পুরান পল্লান পাড়া এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশু নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল