সামাজিক বনায়নের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুরকে গ্রিন ফুলপুর গড়ার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় ফুলপুরকে গ্রিন ফুলপুর গড়ার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রাথমিকভাবে বুধবার (১১ সেপ্টেম্বর) ফুলপুর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে একযোগে ১০ হাজার করে এক লাখ ১০ হাজার ফলদ ও বনজ চারা রোপন করা হবে। এভাবে তিন বছরে মোট তিন লাখ ৩০ হাজার চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কাজে ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক ও সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের নারী পুরুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কমপক্ষে নিজের কেনা একটি চারা নিয়ে হলেও আপনিও এতে অংশ নিন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এম এ মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম