শরীয়তপুরে অপহরণের একদিন পর আব্দুস নুর শিশির (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী কাউকে আটক করা যায়নি।
উদ্ধার আব্দুস নুর শিশির সদর উপজেলার তুলাসার গ্রামের মাস্টার সাত্তার খালাসী ও সালমা আক্তার বকুল দম্পতির একমাত্র ছেলে। শিশির কালেক্টরেট কিশলয় কে.জি স্কুলের নার্সারীর ছাত্র।
পুলিশ জানায়, সোমবার (৯ সেপ্টেম্বর) স্কুল থেকে এসে দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে খেলতে যায় শিশির। আর বাড়ি ফিরে আসেনি সে। এলাকাসহ আত্মীয়র বাসায় খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টা ১০মিনিটের সময় শিশিরের বাবা মাস্টার সাত্তারের কাছে কল আসে এবং কল করে টাকা দাবি করে। এ ব্যাপারে রাতে শিশুটির বাবা সাত্তার বাদী হয়ে সদরের পালং মডেল থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন।
আজ মঙ্গলবার গোসাইরহাট থানার সহযোগিতায় গোসাইরহাট উপজেলার কোদালপুর এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।
শিশিরের বাবা মাস্টার সাত্তার খালাসী বলেন, সোববার দুপুরে মাঠে খেলতে গিয়ে আমার ছেলে শিশির নিখোঁজ হয়। সন্ধ্যায় রং নম্বরে কল আসে। আমাকে ফোনে বলে- তোর পোলাকে কেন খুঁসছিস? তোর পোলাকে পাবি না। তোর পোলাকে পেতে হলে টাকা লাগবে। ওরা ছেলের সাথে কথা বলতে দেয়নি। পুলিশ ছেলেকে উদ্ধার করেছে। যারা আমার ছেলেকে অপহরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধার করতে পেরেছি। অপহরণকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল