টাঙ্গাইলের ধনবাড়ীতে নদীতে ডুবে স্বপ্না আক্তার (১০) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এরপর বেলা ৩ টার দিকে নদীর পানিতে তার নিথর মরদেহ ভেসে উঠে।
স্বপ্না উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ঘাঘড়া পশ্চিম পাড়া (বন্দহাওরা) গ্রামের মজিবর রহমানের মেয়ে। সে স্থানীয় চারিশিমুল (দক্ষিণ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বংশাই নদীতে সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে স্বপ্না পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশি খোঁজা-খুঁজি শুরু করে। এক পর্যায়ে বেলা ৩ টায় স্বপ্নার মরদেহ নদীর পানিতে ভেসে উঠে। তাকে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করে।
স্থানীয় যদুনাথপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল্লাহ আল মামুন জানান, স্বপ্না সহপাঠিদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশি স্বপ্নার মরদেহ বংশাই নদী থেকে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল