টানা বর্ষণ অব্যাহত থাকায় কক্সবাজারের টেকনাফে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৮শ' মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এসব মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। তিনি জানান, ‘ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ে ঝুকিপূর্ণ বসতিদের সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে রাতে উপজেলা পরিষদ সংলগ্ন মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮শ' মানুষকে আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে নারী ও শিশু সংখ্যা বেশি।’
তিনি আরও জানান, ‘রাতের বেলায় তাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়েছে। এছাড়া সবার মাঝে বিস্কুট ও কম্বল বিতরণ করা হয়েছে। সকালেও তাদেরকে খিচুড়ি খাওয়ানো হবে।’
পাহাড়ে ঝুঁকিপূর্ণ সকলকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল