বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সিএনজি চালিত অটোরিক্সার উপর পড়ে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া- নাটোর মহাসড়কের গোহাইল স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, রাজশাহী থেকে চিনির বস্তা বোঝাই একটি ট্রাক (বগুড়া ট-১১-০৮০৬) বগুড়ার দিকে আসছিল। নন্দীগ্রাম দিকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাচ্ছিল। অটোরিক্সা থেকে গোহাইল স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দেয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিক্সার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী কাহালু উপজেলার মহিষ বাথান গ্রামের মনসের আলী শেখের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের আব্দুল খালেকের ছেলে তোফাজ্জল বারী বুলবুল (৫০) মারা যায়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় সিএনজি চালকসহ ৪ জন যাত্রী আহত হয়। তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিডি প্রতিদিন/হিমেল