উত্তর ময়মনসিংহে সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া মাদরাসা। ফুলপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে এ মাদরাসা অবস্থিত। সবটুকু রাস্তা পাকা হলেও মাদরাসা থেকে বালিয়া মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ভেঙে ইট, পাথর, সুরকি ও আস্তর উঠে গেছে। ছোট বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।
এই এক কিলোমিটার রাস্তার পাশে বালিয়া মাদরাসা ছাড়াও বালিয়া বাজার, বালিয়া উচ্চ বিদ্যালয় ও বালিয়া ইউনিয়ন কমপ্লেক্সসহ প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী ও পথচারীদের দুর্ভোগের যেন শেষ নেই। সিএনজি ও অটো রিকশা খাদে পড়ে কাত হয়ে উল্টে প্রতিদিনই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। মাদরাসার মুহতামিম মাওলানা আইন উদ্দিন বলেন, আগামী ২০২০ সনের ২২ ফেব্রুয়ারি বালিয়ার ১০১তম বড় সভা।
এ সভা উপলক্ষে লক্ষাধিক মুসল্লির সমাগম হয় এখানে। এর আগে রাস্তাটি মেরামতের দাবি জানান তিনি। মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মোখলেছুর রহমান মন্ডল বলেন, রাস্তাটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ চরমে পৌঁছবে। তাছাড়া এটা জনগণের ক্ষোভেরও কারণ হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির ডিও লেটারসহ আবেদন জমা দিয়েছি। উর্ধ্বতন কর্মকর্তারা এ অর্থ বছরেই রাস্তাটি করে দেওয়ার জন্য আমাকে আশ্বস্ত করেছেন। যদি না হয় নিজ উদ্যোগে হলেও সবার আগে এ রাস্তা মেরামত করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম বলেন, এ রাস্তার টেন্ডার হয়ে গেছে। শিগগিরই কাজ ধরা হবে।
বিডি প্রতিদিন/হিমেল