কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রলিচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা হলেন- কিরাটন ফকিরপাড়া গ্রামের মাহবুবের ছেলে রাজন (১২) ও একই গ্রামের মিজানের ছেলে মাহিন (১২)। তারা দুজনই দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে লাকপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন ও মাহিন একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাবার পথে লাকপুর গ্রামে একটি ট্রলি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজন নিহত হন। মাহিনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রলিটি আটক করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ