শিরোনাম
১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১২

নীলফামারীতে স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

নীলফামারী সদর উপজেলার প্রধান শিক্ষকদের নিয়ে স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা বুধবার উপজেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আকতার। 

সদর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ। 

অন্যান্যের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা কমিশনার ও গুড়গুড়ি সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকন, উপজেলা স্কাউটের সহ-সভাপতি আবু সাইদ বক্তব্য দেন।   

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে গার্ল ইন কাব এবং ছেলেদের কাব স্কাউট দল খোলার বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিত করা হয়। 

উপজেলা কমিশনার গোলাম মোস্তফা খোকন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আগামী ডিসেম্বরের মধ্যে নীলফামারী সদর উপজেলাকে শতভাগ স্কাউটিং করা হবে।

সভায় নীলফামারী সদরের ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর