১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫৬

রায়পুরে ৩ ওষুধের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রায়পুরে ৩ ওষুধের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ওষুধের দোকানকে ৮০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে হায়দরগঞ্জ বাজারের আবাবিল ফার্মেসী ৫০ হাজার, মজুমদার ফার্মেসী ২০ হাজার ও হাওলাদার ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 
 
ফুড সাপ্লিমেন্টারী, আনরেজিস্টার ঔষধ, মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষন, অনুমোদনহীন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে উপজেলার হায়দরগঞ্জ বাজারের ৩টি ঔষধের দোকানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ঔষধ তত্বাবধায়ক মোঃ ফজলুল হক।  
 
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী বলেন, ভোক্তা অধিকার আইনে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ে এবং মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসাধু ঔষধ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 
 
 
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর