২০ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০৪

কুমিল্লা থেকে প্রবাসী যুবক অপহরণ, ৭ দিন পর ঢাকায় উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা থেকে প্রবাসী যুবক অপহরণ, ৭ দিন পর ঢাকায় উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে অপহরণের সাতদিন পর প্রবাস ফেরত যুবক মো. ইয়াছিনকে ঢাকার পোস্তগোলা ব্রিজের কাজ থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশন) সাখাওয়াত হোসেন জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকারা গ্রামের ছিদ্দিকুর রহমানে ছেলে ইয়াছিন চলতি মাসের ৭ তারিখ সৌদি আবর থেকে বাড়িতে আসেন। 

এদিকে গত ১২ সেপ্টেম্বর তার বন্ধু নজরুল ইসলাম সুমন তাকে ইতালি নেয়ার কথা বলে ভিসা প্রসেসিংয়ের জন্য বাড়ি থেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ে করে।

পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ জানতে পারে অপহরণকারীরা শুক্রবার ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের কাছে হাত, পা বেঁধে আহত অবস্থায় ফেলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। 

অপহরণকারীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।     


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর