বগুড়ায় দুই দিনে একদল শিয়ালের কামড়ে ২৪ নারী-পুরুষ আহত হয়েছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বুধবার ১১ জন এবং বৃহস্পিতিবার ১৩ জনকে কামড় দেয় শিয়ালগুলো। শুক্রবার বিকাল পর্যন্ত নতুন করে কেউ শিয়ালের হামলার শিকার হয়নি, তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিয়ালের কামড়ে আহত বেতগাড়ি গ্রামের সুশান্ত রায় (২১), ময়না বেগম (৩৫), ওমিসা বেগম (৪০) জানান, হঠাৎ করেই শিয়ালগুলো গ্রামের নারী পুরুষের উপর হামলা করে। এ ছাড়া ৮-১০টি গরু-ছাগলকেও কামড়ে দেয়। শুক্রবার বিকাল পর্যন্ত নতুন করে কেউ আর শিয়ালের হামলার শিকার হয়নি।
বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যায় হঠাৎ করে এক দল শিয়াল গ্রামবাসীর ওপর হামলা করে। বৃহস্পতিবার এলাকার লোকজন লাঠিসোঠা নিয়ে চলাচল করে। তারপরেও শিয়ালগুলো এলাকার বেশ কয়েকজনকে কামড় দিয়ে আহত করেছে। এপর্যন্ত প্রায় ২৪ জনের সংবাদ পওায়া গেছে। স্থানীয়রা শিয়ালের কামড়ের ভয়ে লাঠিসোটা নিয়ে চলাফেরা করেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলার নির্বাহী অফিসার ফুয়ারা খাতুন জানান, ধারণা করা হচ্ছে ওই এলাকায় শিয়ালের খাবার ও বাসস্থান সংকট বলে লোকালয়ে প্রবেশ করেছে। তারা খাবার ভেবে মানুষকে কামড় দিয়েছে। এই এলাকার শিয়ালগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবো।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিক আমিন কাজল জানান, বুধবার রাতে প্রথম শিয়ালে কাটা রোগী পাওয়া যায় ১১ জন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা প্রদান করা হয়। এরপর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আবারো শিয়ালের কামড়ে আহত ১৩ জন রোগী পাওয়া যায়। তাদেরও একই চিকিৎসা প্রদান করা হয়েছে। তারা সকলেই সুস্থ রয়েছে। শুক্রবার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক