প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে সাতক্ষীরায় আনন্দ র্যালি, ছাত্র সমাবেশ, দোয়া অনুষ্ঠান ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজে আনন্দ র্যালি ও ছাত্র সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, ছাত্রলীগ নেতা নাঈম সরোয়ার, আহসান বিল্লাহ,কাজী সাদিক, আজমির হোসেন,সোহাগ ও অপু প্রমুখ।
এরপর দুপুরে শহরের সাতক্ষীরা কামাননগর এতিমখানায় দোয়া অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এতিমখানার পরিচালক আবুল কালাম বাবলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, যুবলীগ নেতা মীর মহি আলম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি।
বিডি-প্রতিদিন/মাহবুব