পটুয়াখালীর গলাচিপা শহরে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ চারজন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে ২৮ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মাদকসেবী স্বামী-স্ত্রী হলো গলাচিপা পৌরসভার সাগরদী রোডের ইউসুফ ফকির (৪৩) ও তার স্ত্রী হোসনে আরা (৩৫), মুসলিম পাড়ার বাচ্চু তালুকদার এবং সদর রোড এলাকার সঞ্জয় (৩২)।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, রাতেই ৪ মাদকসেবীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক