চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নয়ন হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় মোহাম্মদ মানিক (১৭) নামে আরও এক স্কুলছাত্র আহত হয়।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা সড়কের কৃষ্ণপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আলমডাঙ্গার রামচন্দ্রপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে এবং মুন্সীগঞ্জ একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল। আহত মানিকও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে একই গ্রামের ওহিমুদ্দিনের ছেলে।
আলমডাঙ্গা থানার এএসআই আব্দুল হামিদ জানান, নয়ন ও মানিক চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। নয়ন ছিল চালকের আসনে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এতে নয়ন ঘটনাস্থলে মারা যায়। পরে গুরুতর আহত মানিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন