১৪ অক্টোবর, ২০১৯ ১১:৪৬

শেরপুর সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

শেরপুর সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৫টা পর্যন্ত।

প্রথমবারের মতো উপজেলার মোট ১৪০ ভোট কেন্দ্রের সব ক’টিতেই ইভিএম-এ ভোটগ্রহণ হচ্ছে। 
তবে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের আয়োজনে কোনও ত্রুটি রাখা হয়নি। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ২৮২ জন।

এদিকে, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি স্ট্রাইকিং টিম ও ভ্রাম্যমাণ আদালত, ৪ প্লাটুন বিজিবিসহ পুলিশ, র‌্যাব, আনসারসদস্যসহ প্রায় ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটগ্রহণে নিরাপত্তার দায়িত্বে পালন করছেন। আর ২ হাজার ৯৯৯ জন কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়াও, টেকনিক্যাল সাপোর্ট দিতে রয়েছেন সেনা, বিমান ও বিমান বাহিনীর সদস্যরা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর