বরিশালের কীর্তনখোলা, কালবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার জাল এবং ৩০ কেজি ইলি সহ ২১ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও নৌ বাহিনী।
বরিশালের মৎস্য কর্মকর্তারা জানান, গতকাল রবিবার রাত ১০টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ২১জনকে আটক করা হয়। এদের মধ্যে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ বরিশালের কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশসহ ১৬ জেলেকে আটক করে।
অপরদিকে, একই রাতে মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনী মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জালসহ ৫ জেলেকে আটক করে।
মা ইলিশ রক্ষা অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপশি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল নৌ পুলিশের ওসি আবদুল্লাহ-আল মামুন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ