জেলার সর্বশেষ আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ৭টি ইউনিয়নের ৫৩টি ভোটকেন্দ্রের ২৪৪টি কক্ষে একযোগে চলে ভোটগ্রহণ। বেলা ১১টা পর্যন্ত স্বরমুশিয়া ইউনিয়নের ২নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২,৩০৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ২০২টি।
প্রিজাইডিং অফিসার কায়সার আহমেদ শরীফ জানান, আমাদের কাছে এটি কেন্দ্র। ঝুঁকিপূর্ণ বলে কিছু নেই। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সকাল থেকেই ফাঁকা ফাঁকা ভোট কেন্দ্র থাকলেও প্রিজাইডিং কর্মকর্তারা আশা করছেন সারাদিনে শতভাগ ভোটারের উপস্থিতি।
নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম (নৌকা প্রতীক), বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবীর লিটন (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন (মোটর সাইকেল), আটপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাম্মেল হোসেন বাবু (আনারস), অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের সমর্থক মো. নজরুল ইসলাম (দোয়াত কলম) ও বিএনপি দলীয় প্রার্থী তৌছিফুল ইসলাম খান (ধানের শীষ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
এছাড়াও, নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে নৌকা ধানের শীষ দলীয় প্রার্থী থাকলেও আওয়ামী লীগ (নৌকা) ও বিদ্রোহী প্রার্থীর (ঘোড়া) মাঝে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা।
উপজেলায় মোট ভোটার রয়েছেন, ১,০৮,৯৪৩ জন। তার মধ্যে নারী ৫৪,৪৪১ ও পুরুষ ৫৪,৫০২ জন।
পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট রয়েছেন টহলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভোটের আগের দিন রবিবার সন্ধ্যার পর এই এলাকার রূপচন্দ্র থেকে মোস্তফা কামাল নামে এক নৌকার সমর্থককে ৫২০ পিস শাড়ি লুঙ্গি বিতরণকালে আটক করা হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং তাকে আটক করেন।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্যাহ আল মুহ্তাসিম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬ প্লাটুন র্যাব, ৪ প্লাটুন বিজিবি, ১৮টি পুলিশের মোবাইল টিমসহ প্রতিটি কেন্দ্রে ৯ জন পুলিশ, ২ জন আনসার ব্যাটালিয়ান, ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/কালাম