ময়মনসিংহের ফুলপুরে শান্তিপূর্ণভাবে চলছে ইউপি সদস্যের শূন্যপদে উপনির্বাচন। উপজেলার ভাইটকান্দি ও বওলা ইউনিয়নে দুজন ইউপি সদস্য মারা গেলে শূন্যপদে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ৯টা থেকে ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বওলা ইউনিয়ন পরিষদ কার্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভাইটকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোট ৩১০৫ জন ভোটার রয়েছেন।
এই কেন্দ্রে নির্বাচনে একটি শূন্যপদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন যথাক্রমে মো. আক্কাস আলী শেখ (তালা), মো. আনোয়ার হোসেন (টিউবওয়েল), মো. শওকত হোসেন (মোরগ), মো. শফিকুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) ও মো. হাবিবুর রহমান (ফুটবল)। এছাড়া বওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৫০৯ জন। সেখানে একটি শূন্যপদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র দুজন। তারা হলেন, দেলোয়ার হোসেন (মোরগ) ও মো. জুয়েল খান (টিউবওয়েল)।
জানা যায়, প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে পূর্ণ নিরাপত্তার সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। একটানা বিকাল ৫ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ