‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমাবার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এর উদ্যোগে সকাল ১১ টায় বগুড়া জেলা প্রাশাসক ফয়েজ আহামদের নেতৃত্বে র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতহয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উজ্জল কুমার ঘোষ। সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ, জেলা বিএসটিআই এর সহকারি পরিচালক আব্দুল আউওয়াল, প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, ইন্সপেক্টর জুলফিকার আলী, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার