১৫ অক্টোবর, ২০১৯ ১৯:৪০

ইলিশ মাছ ক্রয়-বিক্রয়; শরীয়তপুরে ১৪২ জনের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি:

ইলিশ মাছ ক্রয়-বিক্রয়; শরীয়তপুরে ১৪২ জনের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ও গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীতে ইলিশ আহরণ এবং ক্রয় বিক্রয়ের অপরাধে ১৪৭ জন জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল ও দেড় হাজার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাফি বিন আনোয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক এর নেতৃত্বে পুলিশ সোমবার রাত ২টায় অভিযান চালায়। এসময় মাছ ধরার অপরাধে ৬০ জন এবং মাছ ক্রয়ের জন্য যাওয়া ৫ জনকে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতারকৃত ৬৫ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে পৃথক অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী মেজিষ্ট্রেট মাহাবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিস্বজিৎ বৈরাগী , জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল কুমার রায়। টানা দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ৬৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট  মাহবুবুর রহমান গ্রেফতারকৃত ৬০ জনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। বয়স কম থাকায় ৫ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়। 

অন্যদিকে ভেদরগঞ্জে ১৩ জন এবং গোসাইরহাটে ৪ জনকে ১ বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়। 

এসময় ৪ উপজেলায় ২ লাখ মিটার কারেন্ট জাল এবং দেড় হাজার কেজি ইলিশ জব্দ করা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর