১৯ অক্টোবর, ২০১৯ ১৩:১৮

নেত্রকোনার কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গিয়াসউদ্দিনের বাড়ি ও আশপাশের ৯ টি বসত ঘরসহ রান্নাঘর মিলে ১৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার রাতে রেজাউল করিমের ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। পরে এলাকাবাসী দ্রুত আগুন নেভাতে শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশকটি বসত বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্তরা হচ্ছেন, সাগুলি গ্রামের গিয়াসউদ্দিন (৬০), আশাবউদ্দিন (৫৫), জুলহাস (৫০), রবিকুল (৪৮), শাহীন (২৮), আফিল উদ্দিন (৫৫), আব্দুল হাই(৫০) সহ ছোট বড় রান্না এবং গরুর ঘরসহ ১৬টির মত ঘর পুড়ে যায়।

খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন।

কেন্দুয়া স্টেশনের ফায়ার লিডার শওকত আলী ও ফায়ার ম্যান সালেহ আহম্মদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে রেজাউল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। 

এতে মোট ৯টি পরিবারের সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

এদিকে ক্ষতিগ্রস্থরা জানান, তাদের ১৩টি পরিবারের প্রায় ২০ থেকে ২২ টি ঘর পুড়ে গেছে। প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর