শিরোনাম
২০ অক্টোবর, ২০১৯ ২০:১৫

মাগুরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ২ জেলের জরিমানা

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ২ জেলের জরিমানা

মাগুরা মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীতে রবিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় মুকুল (৩২) ও সবুজ (২৫) নামে দুই মৎস্য শিকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু আসাধু ব্যক্তি মধুমতি নদীতে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালসহ মুকুল ও সবুজ নামে দুই মৎস্য শিকারীকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং আটকৃতদের ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর