২০ অক্টোবর, ২০১৯ ২০:৩২

গাবতলীতে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

গাবতলীতে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলার নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক কর্মকর্তারা। রবিবার ইউনিয়ন কার্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকাসহ তাকে গ্রেফতারের পর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জানা যায়, গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান মানিক কয়েকদিন আগে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দিতে চায়। এসময় নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের জুনিয়র ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান তাকে জানায় ১৩ হাজার ১৩৪ টাকা দিতে হবে। এরমধ্যে সে ১৩৪ টাকার রশীদ পাবে। বাকি টাকা ঘুষ হিসেবে নেবে। এরপর রবিবার আবারো ভূমি অফিসে গেলে একই কথা জানালে মানিক টাকা দিয়ে খাজনা জমা করতে থাকে। এরইমধ্যে কোন এক ঘটনায় ওই এলাকায় তদন্তের কাজে যায় দুদক কর্মকর্তারা। ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করে। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়। 

দুদক সমন্বিত বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মনিরুজ্জামান জানান, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা এলাকার সাধারণ কৃষকের কাছ থেকে খাজনা নিলেও কম টাকার রশিদ (দাখিলা) কেটে দেন। এমন সংবাদের ভিক্তিতে এলাকায় অনুসন্ধান করাকালে এঘটনা পাওয়া যায়। এলাকার একাধিক ভুক্তভোগী কৃষকের স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর