র্যাব-১৩ রংপুরের তাজহাট এলাকায় অভিযান চালিয়ে ৫ উগ্রপন্থী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর উপ-অধিনায়ক ও মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলমনগর এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা সদরের কুপতলার তৈয়ব আলীর ছেলে আল শাহরিয়া আঅলম(৩১) ও পলাশবাড়ীর গারানটা গ্রামের শাহ ওবায়দুল হকের ছেলে শাহ মো. ফেরদৌস তাজিম (৩৪), রংপুর কোতয়ালী থানার পশ্চিম বাবু খার মৃত নওশাত আলীর ছেলে মনোয়ার হোসেন বিপ্লব(৩৩), একই এলাকার মৃত মোবারক আলীর ছেলে রিজমুল আলম (৪৫) এবং মহিদার রহমানের ছেলে আবুল কালাম আজাকে (৩৬) গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানা, কুড়িগ্রাম সদর, টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার