গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় সোমবার সকালে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নেভান।
জয়দবেপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: জাকারিয়া খান জানান, সোমবার সকাল আটটার দিকে স্থানীয় একটি কারখানায় হঠাৎ করে বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণ ঘটে এবং আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে প্রথমে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরো ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
কাশিমপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: মিরাজুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরিভাবে নেভানো হয়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষের দাবি করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ