২১ অক্টোবর, ২০১৯ ১৭:০৯

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত

আদালতে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সফিকুল ইসলাম (৪২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সরকারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন মো. জাকিরুল ইসলাম বাবু এবং মো. সলেমান আলী নামে অপর দুই আরোহী।

নিহত মো. সফিকুল ইসলাম (৪২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের তফির উদ্দিনের ছেলে এবং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

আহতরা হলেন, মো. জাকিরুল ইসলাম বাবু (৪৫) একই এলাকার আলহাজ্ব জয়নাল আবেদীনের ছেলে এবং মো. সলেমান আলী (৩৮) একই এলাকার গড়ফতু গ্রামের মো. শামসুল হকের ছেলে।

বীরগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি মো. মোজাহিদুল ইসলাম মাজু সাংবাদিকদের জানান, ২০১৯ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ কর্তৃক দায়েরকৃত একটি মামলায় (যাহার নম্বর-৩০৭) হাজিরা দিতে অন্যান্য আসামি ও দলীয় নেতাদের সাথে নিয়ে মো. সফিকুল ইসলাম, জাকিরুল ইসলাম বাবু এবং মো. সলেমান আলী মোটরসাইকেলযোগে দিনাজপুর জেলা আদালতে রওয়ানা হয়। পথে সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সরকারী কলেজের সামনে বিপরীতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. সফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালীর থানার ওসি মো. রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর