২১ অক্টোবর, ২০১৯ ১৮:০৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ফার্মেসির মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কু‌মিল্লার সহকারী প‌রিচাল‌ক মো: আছাদুল ইসলা‌ম সোমবার এই জরিমানা করেন।

 সাইদুল হক না‌মের একজন ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রে‌ক্ষি‌তে এ জরিমানা করা হয়। 

এছাড়াও এদিন চৌদ্দগ্রা‌মের পৌর বাজা‌রের পেঁয়া‌জের বাজার তদার‌কি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ গুড়া মসলা বিক্র‌য়ের অ‌ভি‌যো‌গে মেসার্স ভূইয়া এন্ড সন্স‌কে পাঁচ হাজার টাকা, মূল্য তা‌লিকা না থাকায় মেসার্স জয় রাম ভান্ডার‌কে তিন হাজার টাকা এবং অ‌বৈধ বি‌দেশী‌ কস‌মে‌টিক্স বিক্রয় করায় মেসার্স মিতালী ট্রেডার্স‌কে পাঁচ হাজার টাকাসহ মোট চার‌টি প্র‌তিষ্ঠান‌কে ৩৩হাজার টাকা জ‌রিমানা করা হয়। 

জেলা মা‌র্কে‌টিং অ‌ফি‌সের বাজার পরিদর্শক মো: আলমগীর হো‌সেন এবং এসআই আ‌রি‌ফ এই সময় উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর