২১ অক্টোবর, ২০১৯ ১৯:০৫

ভৈরবে ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে হামলায় তিন পুলিশ আহত, গ্রেফতার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ভৈরবে ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে হামলায় তিন পুলিশ আহত, গ্রেফতার ৫

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, হত্যাসহ অন্তত এক ডজন মামলার আসামি ভৈরবপুর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে রূপককে (২৮) গ্রেফতার করতে আজ সোমবার বিকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রূপক, তার বোন কনকসহ পরিবারের অন্য সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই মতিউজ্জামান, এসআই হুমায়ুন কবীর ও নারী কনস্টেবল খাদিজা আক্তার আহত হন।
পরে রূপক ও তার বোন কনককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ভৈরবের গাছতলাঘাট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা হল আফজাল, অন্তর ও অজয়।
উল্লেখ্য, ভৈরবের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদ সমাবেশও করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এরপরই পুলিশ ছিনতাইকারী গ্রেফতারে অভিযান চালায়।


বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর