কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে জামালপুর জেলা যুবদল।
রবিবার দুপুরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, মাইনউদ্দিন বাবুল প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এর আগে জেলা যুবদল খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার