জামালপুর শহরের একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ সংলগ্ন মুন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালিত করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এবারত হোসেনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। এছাড়াও জেএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য ও অবকাঠামোগত উন্নয়ন থাকলেও এবার এমপিওভুক্ত না হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে বিদ্যালয়টি এমপিও ভুক্ত করার জোর দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/মাহবুব