সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, এদেশে নারীদের ভাগ্য খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। চাকরির ক্ষেত্রে সৃষ্টি করেছেন নারীদের অগ্রাধিকার। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, নারী উদ্যোক্তা সৃষ্টি করে স্বাবলম্বী করতে বিনাসুদে ঋণ পাওয়ার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে এদেশের কোন নারীর পিছিয়ে থাকার সুযোগ নেই।
রবিবার বিকালে জামালপুর জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে জামালপুর জেলা যুব মহিলা লীগের আহ্বাক ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন প্রমুখ।
জামালপুর জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফারহানা সোমা সভাপতি, লাভলী আক্তার সহ-সভাপতি, নাজনীন আক্তার রুমি সাধারণ সম্পাদক এবং আঁখি আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার