ময়মনসিংহের ফুলপুরে একটি মোবাইল বিক্রির দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর সংলগ্ন মেসার্স মধুফুল এন্টার প্রাইজে এ ঘটনা ঘটে।
জানা যায়, আমানুল্লাহ নামে মধুফুলের এক কর্মচারি রাতে দোকানে ছিল। সে সকাল পৌনে ৯টায় গোসল করতে গিয়ে ৯টা ২০ মিনিটে দোকানে ফিরে দেখে দরজায় অন্য তালা লাগানো। আগের তালার হদিস নেই। পরে ওই তালা কেটে ভিতরে ঢুকে দেখে মালামাল চুরি হয়ে গেছে।
দোকানের মালিক সাইদুল ইসলাম জানান, স্যামসাং, ভিভো ও অপো কোম্পানির দামি দামি স্মার্ট ফোন ও একটি ল্যাপটপসহ বিভিন্ন কোম্পানির কয়েক লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে ফুলপুর থানার এস আই আশরাফুলের নেতৃত্বে ফুলপুর পুলিশের পাঁচ সদস্যবিশিষ্ট একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোকামিয়া বাজারে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে কম্পিউটার, ল্যাপটপ, ঔষধ ও অন্যান্য জিনিসপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ওসি ইমারত হোসেন গাজি বলেন, চুরির এসব ঘটনা খতিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব