বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে মাহিন্দ্রা পার্কিং করার ঘটনাকে নিয়ে দুই দল শ্রমিকের সংঘর্ষে ৮জন আহত হয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার টরকী মাহিন্দ্রা চালক সমিতির সদস্য কালু সরদার (৩০) সকাল ১০ টার দিকে গৌরনদী বাস স্ট্যান্ডের মাহেন্দ্রা স্ট্যান্ডে শৃংখলা ভঙ্গ করে মাহিন্দ্রা পার্কিং করে। এ সময় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির লাইনম্যান মামুন কাজী (২৫) তাকে মাহিন্দ্রা সরিয়ে নিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে কালু সরদার মামুন কাজীকে গালাগাল করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা নিয়ে পরবর্তীতে গৌরনদী ও টরকীর মাহেন্দ্র শ্রমিকদের সংঘর্ষ হলে আবুল হোসেন সরদার (৫৫), মামুন কাজী (২৫), আলী আহম্মেদ (৩০), জোনাব আলী শরীফ (৪৫), নুর ইসলাম (৩৫), কালু সরদার (৩০) ও মালেক সরদার (৫০) সহ উভয় পক্ষের ৮ শ্রমিক আহত হয়।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ৫ জনের নামোল্লেখসহ করে ১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন