নোয়াখালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোমিনুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম।
কর্মশালায় বক্তারা বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টা জরুরি প্রসব সেবা নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের সমন্বয়ে সচেতনতা তৈরি করতে হবে। নিরাপদ প্রসবের বিষয়ে মায়েদের উৎসাহিত করতে হবে।
কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার