ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় হৃদয় (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হৃদয় বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি এলাকার তানসিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পেট্রোল পাম্পের সামনে সড়ক বিভাজক দিয়ে অতিক্রম করার সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হৃদয় মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানটি ও এর চালককে আটক করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার