দুর্নীতির মামলায় বরিশাল সিটি কলেজের উপাধ্যক্ষসহ দুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামানিক ওই নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে বরিশাল সিটি কলেজের উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ অধিকারী ও কম্পিউটার অপারেটর আউয়াল হোসেনের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে সরকারি ৩ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনারা বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত সমন জারি করলে রবিবার রবীন্দ্রনাথ অধিকারী ও আউয়াল হোসেন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন