কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেছেন, সমাজে শান্তির জন্য শিল্পকলার বিকল্প নেই। সমাজে নানা অস্থিরতা। অস্থিরতা অস্থিরতা দিয়ে দমন করা যাবে না। চিত্র শিল্প, কবিতা, গানসহ শিল্পকলা দিয়ে সমাজে শান্তি আনা সম্ভব। এজন্য শিল্পকলার চর্চা বাড়াতে হবে। অস্থির সময়ে চিত্র প্রদর্শনী আয়োজন করায় তিনি শিল্পী প্রকৌশলী রহমত উল্লাহ কবীরকে অভিনন্দন জানান।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে প্রকৌশলী রহমত উল্লাহ কবীরের ‘ড্রিম’ শিরোনামে চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক মো. কামাল উদ্দিন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. আবুল বাশার।
এসময় অনুভূতি ব্যক্ত করে শিল্পী প্রকৌশলী রহমত উল্লাহ কবীর বলেন, কারো অনুভূতিতে ভালো লাগার দোলা দিতে পারলে নিজেকে সার্থক মনে করবো। প্রদর্শনীতে ৪১টি চিত্রকর্ম স্থান পায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন