বরগুনা পৌর শহর সংলগ্ন ক্রোক-বড়ইতলা সড়কে একটি মসজিদের বারান্দা থেকে সোমবার সকালে ইমরুল (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইমরুলের বাবা খলিলুর রহমান জানান, তার ছেলে রবিবার সন্ধ্যায় কোচিং থেকে বাসায় এসে বাইরে বের হয়ে যায়। রাতে বাসায় ফিরে না আসায় খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার ফজরের নামাজে এসে মুসল্লিরা মসজিদের বারান্দায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ইমরুলকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহম্মদ হোসেন বলেন, আমরা মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করছি।
বিডি প্রতিদিন/কালাম