ময়মনসিংহের ফুলপুরে মেছো বাঘের চারটি ছানা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে এসব ছানার সন্ধান পাওয়া যায়।
মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমাদের উচ্ছিষ্ট মালামাল রাখার পরিত্যক্ত কক্ষটি বহুদিন ধরে খোলা হয় না। আজ সোমবার ওই কক্ষটি খুললে এসব ছানার সন্ধান মিলে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. কায়সার জামিলের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি কেবল জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এগুলো মেছো বাঘের ছানা কিনা তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম