ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আলম এমএসসি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াব আসলাম হাবিব এর সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, সৈয়দা নাখলু আক্তার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি’র ৬৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৭ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব