ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের পিতা অ্যাডভোকেট সিরাজুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ কোরআনখানি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়নের সঞ্চলনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম ভূঁইয়া, আব্দুল হালিম হেলাল, ড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, মনির খান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল