মেহেরপুরের গাংনী উপজেলায় রাষ্ট্র বিরোধী ও ধর্মীয় অপপ্রচারের অভিযোগে মাসুম বিল্লাহ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ তার বিরুদ্ধে গাংনী থানার এস আই হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মাসুম বিল্লাহ গাংনী উপজেলার কল্যানপুর গ্রামের মকলেচুর রহমানের ছেলে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, ধর্মীয় অপপ্রচার রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মাসুম বিল্লাহকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার নং ২৪, তাং ২৮-১০-১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিশ্বজিৎ দাবি করে বলেছেন, মাসুম বিল্লাহর শ্বশুর নুরালের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেখান থেকে ল্যাপটপ মোবাইল জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল