ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাসের চাকায় পৃষ্ট হয়ে সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকালে শহরের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন সাঁধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এ সময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব