মাদারীপুরের কালকিনিতে ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার শিক্ষার মঙ্গল ৩নং ওয়ার্ড কাউন্সিলর দাদন হাওলাদারের বাড়ির সামনের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের পরিচয় মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫৫ বছর বয়সী একটি অজ্ঞাত পুরুষের লাশ ডোবায় ভাসতে দেখতে পান প্রথমে স্থানীয় লোকজন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই অমল রায় বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তবে ওই অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল