বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, রাজপথের সফল আন্দোলনের জন্য শক্তিশালী সংগঠন দরকার। সে লক্ষ্যে বগুড়াসহ সারাদশে বিএনপি ও তার অঙ্গ দলগুলো তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। দল পুনর্গঠনের কাজ শেষ হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দুর্বার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে মহিলা দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভার বিশেষ অতিথি মহিল দলের কেন্দ্রীয় সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস বলেন, ম্যাডাম কারাগারে থাকলেও তার মনোবল শক্ত আছে। তিনি সরকারের কোন দয়ায় কারামুক্ত হতে চান না। সবাই ঐক্যবদ্ধ থাকলে আন্দোলন সফল হবে। ত্যাগী ও পরীক্ষিতরা দলে উপযুক্ত পদ পাবেন। কেউ বঞ্চিত হবেন না। শিগিরই বগুড়া জেলা মহিলা দলের কমিটি গঠন করা হবে।
জেলা মহিলা দলের সভানেত্রী মিসেস লাভলী রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, বগুড়া জেলা বিএনপি নেতা এ্যাড. একেএম সাইফুল ইসলাম, বগুড়া পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, হেলেন জেরিন খান, সাবেক এমপি শাম্মী আক্তার, নায়েবা ইউসুফ, নূর আফরোজ বেগম জ্যোতি, এ্যাড. শাহজাদী লায়লা আরজুমান্দ বানু, শামীমা আক্তার পলিন, সুরাইয়া জেরিন রনি, নাজমা আক্তার, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, মাহবুবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী ছালাম, মাফতুন আহেম খান রুবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার