দিনাজপুরের বিরল পৌর শহরের ফিরোজা মার্কেটের এক মোবাইল ফোন বিক্রেতার দোকানের দেয়াল ফুটো করে মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমাবার দিবাগত রাতের কোন এক সময়ে বিরল শহরের ফিরোজা মার্কেটে চুরির এ ঘটনা ঘটে। প্রায় ৩ লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও সরঞ্জাম চুরি হয়েছে বলে দাবি করেছেন মা টেলিকম’র দোকান মালিক মোস্তাফিজুর রহমান।
দোকান মালিক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার রাতে দোকানে তালা দিয়ে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখেন মোবাইল সীম নিবন্ধনের বায়োমেট্রিক মেশিন, বিক্রির মোবাইল ফোন সেট, মেমোরি, চার্জার ও ব্যাটারীসহ নগদ টাকা চুরি হয়ে গেছে। চোররা সোমবার দিবাগত রাতের যে কোন সময় দোকানের দেয়াল কেটে এ চুরি সংগঠিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ দিলে দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল