নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ তলা থেকে পা পিছলে পড়ে জুয়েল (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারের ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, তিনি ছায়েদুল হকের ছেলে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারের নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ তলায় কাজ করতে উঠলে, হঠাৎ পা পিছলে শ্রমিক জুয়েল নিচে পড়ে যায়। পরে, অন্যান্য শ্রমিকেরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক