সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারাল অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। হাটিকুমরুল-রংপুর মহাসড়কে হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মাথা থেকে সোমবার রাত পৌনে ১ টার দিকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ডাকাতি মামলায় তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিরাজঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ওরফে সাগর (৩৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মোজদার আলীর ছেলে মোঃ সবুজ শেখ (২৭), রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণ কোদলা গ্রামের সোনা মন্ডলের ছেলে মোঃ আক্তার হোসেন(৪৫) ও বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর আশগ্রামের রফিকুল ইসলামের মো. রঞ্জু মিয়া (২৬)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ন কবির বলেন, হাটিকুমরুল-রংপুর মহাসড়কে হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ট্রাক ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের আটককে অভিযান অব্যহত রয়েছে। আটকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল