কুমিল্লার লাকসামে বালুবাহী ট্রাক চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু। নিহত ওই স্কুলছাত্রের নাম রনি (১৩)। সে পার্শ্ববর্তী লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে ও হরিশ্চর স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। মঙ্গলবার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের শ্রীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে হরিশ্চর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রনি সকালে দাওয়াত খেয়ে সাইকেলযোগে খন্তা গ্রামের খালার বাড়ি থেকে ফেরার পথে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্কুলছাত্র নিহতের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয়রা সড়ক অবরোধ করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক